রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ৩ পণ্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো দেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা এবং নরসিংদীর অমৃত সাগর কলা। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ৩ পণ্যের জিআই স্বীকৃতির জার্নাল হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা এবং গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদের জার্নাল এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যেসব পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পেতে পারে সেগুলো খুঁজে বের করতে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। জিআই পণ্য নিয়ে কোনও ঝামেলা হলে আন্তর্জাতিক সংস্থা ডব্লিউআইপিও’তে নালিশ করার নির্দেশনাও দিয়েছেন বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। এটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রঙ এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।’ পরে সামাজিকমাধ্যমে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে বাংলাদেশে। দেশের ঐহিত্য, বিখ্যাত টাঙ্গাইল শাড়িকে আরেকটি দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেন অনেকে। এবার বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো দেশের ঐতিহ্যের প্রতীক টাঙ্গাইল শাড়ি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com