রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিংহাসন হারালেন সাকিব আল হাসান। শেষ হলো তার একাধারে শাসন করা পাঁচ বছরের রাজত্ব। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন তিনি। তাকে পেছনে ফেলে ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের তকমা নিজের করে নিয়েছে আফাগানিস্তানের মোহাম্মদ নবি।
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাকে একরকম নিজের সম্পত্তিতে পরিণত করে ফেলেছিলেন সাকিব। ব্যাটে-বলে সমান দ্যুতিতে আগলে রেখেছিলেন নিজের অবস্থান। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দূরে আছেন তিনি।
সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মাস তিনেক আগে, ভারত বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। বল হাতেও নেন ২ উইকেট। হয়েছিলেন ম্যাচসেরাও। তবে এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি সাকিবের। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে পরিলক্ষিত হয় সাকিবের অবনতি। যেখানে একধাপ পিছিয়ে সাকিব আছেন দুই নম্বরে। একে উঠে এসেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেন নবী। সুবাদে র‍্যাটিং পয়েন্টে বেশ উন্নতি হয়। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। বিপরীতে সাকিবের রেটিং ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com