সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
উলিপুরে তিস্তা নদীর চরে সবুজের সমারেহ দাগনভূঞা ভূমি ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ খুলনায় মাসব্যাপী একুশে বই মেলা শুরু শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না-মামুনুর রশীদ মামুন শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের সনদ বিতরণ গৌরীপুরে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন দুপচাঁচিয়ায় কিশোর ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ান সজিদ-সীমান্ত ধনবাড়ীতে ব্রোকলি চাষে সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের জনগণের সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করা একজন ইউএনও “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী সাহিত্য আড্ডা-কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের

বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামানের ইন্তেকাল, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামান লায়েক(৬০) (ইন্না-লিল্লাহ — রাজিউন)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামের কৃতি সন্তান ছিলেন বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামান। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ও সাংবাদিক সহকর্মী রেখে গেছেন। সাংবাদিক লায়েকুজ্জামান কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও দৈনিক রুপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার পাশাপাশি দৈনিক মানবজমিন ও সকালের খবরে কাজ করেছেন দীর্ঘ বছর। এছাড়া কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। লায়েকুজ্জামান প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮০ সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে সরকারি রাজেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজে ভর্তি হোন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিজের জেলা ফরিদপুরে থেকে কাজ করতেন। ২০০৯ সালের শেষ দিকে ঢাকায় চলে যান সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান। সর্বশেষ তিনি দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। তিনি ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ও জাতীয় প্রেস ক্লাবের নেতা হিসেবে সুনাম অর্জন করেন। শনিবার ঢাকা, ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রাম ছোট পাইককান্দী ও প্রাণের সংগঠন ফরিদপুর প্রেস ক্লাবে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নিজের গ্রাম ছোটপাইককান্দীতে তার মরদেহ আনলে প্রাণের মানুষটিকে একনজর দেখতে ও কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অন্যদিকে নগরকান্দা প্রেস ক্লাব ও বিকালে ফরিদপুর প্রেস ক্লাবে তার মরদেহ শেষ জানাযার জন্য নেওয়া হলে সহকর্মীদের মধ্যে কান্নার রোল পরে যায়। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে তার শশুর বাড়ী রাজবাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে। বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটনসহ সকল সাংবাদিক, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com