শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

মৌলভীবাজার ও কুলাউড়ায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক সভা

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক ওরিয়েন্টেশন সভা ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ প্রণয় কান্তি দাশের সভাপতিত্বে ও সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী আলতাফুর রহমানের সঞ্চালনায় হাসপাতালের সভাকক্ষে ওরিয়েন্টেশন সভা গত ১৯ ফেব্রুয়ারী এবং শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী আলতাফুর রহমানের সঞ্চালনায় শরীফপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এডভোকেসী সভা গত ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। সিআইপিআরবি এবং ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশন সভা ও এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ ফয়সাল জামান, অবস্ এন্ড গাইনী কনসালটেন্ট ডাঃ ইসমত জাহান, ডাঃ মির্জা ফারজানা হলি, ডাঃ রওশন আরাসহ হাসপাতালের অবস্ এন্ড গাইনী বিভাগের সকল সিনিয়র স্টাফ নার্সগণ এবং শরীফপুর ইউনিয়নের এডভোকেসী সভায় সাংবাদিক শ. ই. সরকার জবলু, ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বারগণ, ইউনিয়নের স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের সুপারভাইজার, মাঠকর্মী, স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শরীফপুর ইউনিয়নের এডভোকেসী সভায় ১ জন ফিস্টুলা সারভাইভার ও ২ জন ইনকিউরেবল প্রসবজনিত ফিস্টুলা রোগীকে পুণর্বাসন সহায়তা হিসেবে ২ জোড়া করে কবুতর প্রদান করা হয়। প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বাস্থ্য সমস্যা। বিশ্বে লাখ লাখ মহিলা এ নিদারুণ ব্যাধিতে ভুগছেন। মা ও শিশুস্বাস্থ্য খাতে ধারাবাহিক অগ্রগতির প্রেক্ষিতে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলার প্রকোপ অনেকটাই হ্রাস পেয়েছে। তবুও বর্তমানে প্রায় ২০ হাজার মহিলা এ জাতীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে দিনযাপন করছেন। এ রোগে আক্রান্ত নারীদেরকে শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি সামাজিকভাবেও অবহেলা এবং অবমাননার শিকার হতে হয়। তাদেরকে সামাজিক ও পারিবারিক বোঝা মনে করেন অনেকে। সাম্প্রতিক সময়ে অপারেশনজনিত আয়াট্রোজেনিক ফিস্টুলার হার বিশ্বের অনেক দেশে আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এ সমস্যার মুখোমুখি। প্রসবজনিত ফিস্টুলার মতো অপারেশনজনিত আয়াট্রোজেনিক ফিস্টুলায় আক্রান্ত রোগীর জীবন দুর্বিসহ হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন- বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, বাল্যবিবাহ ও কম বয়সে গর্ভধারণ, জরায়ুতে অস্ত্রোপচার, অদক্ষ ধাত্রীর মাধ্যমে প্রসব করানোসহ সচেতনতার অভাবে ফিস্টুলা রোগ বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ সকল দেশকেই একটি প্রজন্মের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের আহবান জানিয়েছে এবং বাংলাদেশ ২০৩০ সাল বা এর পূর্বে এ লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিস্টুলা চেনার সহজ উপায় হলো- প্রসবের রাস্তা দিয়ে সবসময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। সমস্যা শুরু হবে বিলম্বিত প্রসবের পর অথবা তলপেট বা জরায়ুতে অপারেশনের পর। বর্তমানে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলা রোগীর সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে করা হচ্ছে। অর্থাৎ রোগী প্রায় লাখ টাকার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারছেন। উল্লেখ্য-বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় সিলেট বিভাগে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সিআইপিআরবি কারিগরি সহযোগিতা প্রদান করছে। এ কার্যক্রমের আওতায় প্রধানতঃ ফিস্টুলা রোগী শনাক্তকরণ, রেফারের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং পূনর্বাসনের আওতাভূক্ত করতে সহায়তা করা হয়। এ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওরিয়েন্টেশন সভা এবং শরীফপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এডভোকেসী সভার আয়োজন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com