গাজীপুর মহানগরের ৪৫নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আবু জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুব মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি,, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: মতিউর রহমান( বিকম), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, নিউ মেঘনা টেক্সটাইলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ,স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গাজী সালাউদ্দিন, কবির উদ্দিন বেপারি, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,আওয়ামী লীগ নেতা খালেদ সাইফুল্লাহ সেলিম, টঙ্গীপূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লিটন উদ্দিন সরকার, হুমায়ুন কবির রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপুর ক্ষুদে শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অতিথি ও অভিভাবকবৃন্দ সহ ছাত্র, ছাত্রী উপস্থিত ছিলেন।