শনিবার, ১১ মে ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

রোভার স্কাউটরা হবে আগামীর স্মার্ট নাগরিক-সমাজকল্যাণ মন্ত্রী

টঙ্গী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রোভার স্কাউটরা হবে আগামীর স্মার্ট নাগরিক। তারা স্কাউটিংয়ের মাধ্যমে মানবিক, সহনশীশ ও সহমর্মী গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। মন্ত্রী গতকাল রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মশিউর রহমান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তরুণদেরকে নিয়ে, তাদের প্রাণ শক্তিকে কাজে লাগিয়ে একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ২০৪১ সালের যে রুপকল্প তিনি দিয়েছেন সেটি বাস্তবায়নে এই যুব রোভার স্কাউটের এর বড় ভুমকিা রয়েছে। রোভার স্কাউটের সদস্যরা যে কোন সামাজিক অসংগতিকে দূর করার জন্য লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে। কোন পিছু টান ছাড়া তারা দেশ গড়বার জন্য আত্মনিয়োগ করতে পারে। স্মার্ট মানুষ হিসেবে স্কাউট সদস্যরা নিজেদেরকে গড়ে তুলবে। মন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশের প্রধান স্তম্ভ স্মার্ট নাগরিক। এই স্মার্ট মানে পোশাক আশাকে কেতা দুরস্ত স্মার্ট নয়। যিনি অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যিনি হবেন সহমর্মী, দক্ষ, যোগ্য, সৃজনশীল ও মননশীল মানুষ তিনি স্মার্ট। সেই স্মার্ট নাগরিক গড়বার জন্য আমাদের কাজ করতে হবে। আমি মনে করি স্কাউটিং তেমন একজন মানুষ গড়ে তুলতে ভূমিকা রাখবে । কারণ স্কাউটিং শেখায় স্বাবলম্বী হতে, অন্যের প্রয়োজনে পাশ দাঁড়াতে, যে কোন সমস্যাকে সমস্যা না মনে কর তার সমাধান খুঁজে বের করতে। মন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিজ্ঞা হোক, সব ভালো কাজ গুলো আমরা করবো, মন্দ কাজগুলোকে এড়িয়ে যাবো, নিজেও করবো না অন্যকেও করতে নিরুৎসাহিত করবো। ভালো কাজ, ভাল আচরণ ও আমাদের সৃজনশীলতা দিয়ে আমরা এ বাংলাদেশকে গড়ে তুলবো। এর আগে মন্ত্রী স্কাউটদের তাঁবু ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com