রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা ও পুরস্কার বিতরনি সভা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৭ মার্চের ভাষনের তাৎপর্যের উপর আলোচনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভা কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলার ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল কবির, প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মাননীয় সাংসদ এডি এম শহিদুল ইসলাম, বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বশির আহাম্মেদ বাদল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা যুবলীগের সাধারণত সম্পাদক মোঃ শাহ আলম, মুক্তি যুদ্ধার সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান, উপজেলার একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সংসদ মহোদয় তাঁর বিষদ বক্তিতায় বঙ্গবন্ধুর ৭ মার্চের বিভিন্ন ঘটনা তুলেধরে বিস্তারিত আলোচনা করেন, তিনি তাঁর বক্তিতায় সত্য ও নিষ্ঠার সাথে কাজ করার উপর বিশেষভাবে গুরুত্বআরোপ করেন।
সকলকে মুক্তি যুদ্ধাদের সম্মান করার জন্য আহ্বান করেন। উক্ত সভায় সাংবাদিক, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগন, সূধী বৃন্দ শিক্ষক বৃন্দ উপস্হিত ছিলেন, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায়, প্রতিযোগি ছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। তার আগে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান গন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com