রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ’র ১৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

শাহ বুলবুল:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতার মাসে উদযাপিত হলো শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ’র ১৭তম প্রতিষ্ঠা দিবস। শিক্ষাবিষয়ক সাংবাদিকতায় পরিচিত মুখ মো. খলিলুর রহমান সম্পাদিত এডুকেশন ওয়াচ পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গৃহীত আয়োজনমালায় ছিলো মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক প্রতিযোগিতা, আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা ও পুরস্কার বিতরণ। ১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে একটি বিশেষ সংখ্যাও প্রকাশ করবে মাসিক এডুকেশন ওয়াচ।
১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত ৮ মার্চ রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় অবস্থিত ৭১ মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানমালার। আনন্দমুখর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। এডুকেশন ওয়াচ’র প্রধান পৃষ্ঠপোষক ও ইভেন্স গ্রুপের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী’র সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক মো. খলিলুর রহমান। আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি-ডিআইআইটি’র অধ্যক্ষ প্রফেসর ড. সাখাওয়াত হোসেন এবং সরকারি গ্রাফিক আর্টস ইনিস্টিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস প্রমুখ।
এডুকেশন ওয়াচ এই প্রথমবারের মতো জীবন ও কর্মের স্বীকৃতিস্বরূপ ৮ জন আলোকিত মানুষকে প্রদান করে আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা স্মারক। আমাদের প্রাত্যহিক জীবনে অনন্য অবদানের জন্য এডুকেশন ওয়াচ আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন-নবীন লেখক মিসেস আশরাফী জাহান, সমাজসেবায় মিসেস নারগিস সুলতানা, নৈতিক শিক্ষার স্বপ্নদ্রষ্টা ড. এম এ হালিম পাটোয়ারী, গণমাধ্যম ব্যক্তিত্ব মো. মানসুরুল হক, ক্যাম্পাসের ছবিওয়ালা শেখ ইয়ার আহমেদ পিয়ারু ভাই, নিরাপদ খাবার উদ্যোক্তা মো. নাফিজুর রহমান, চিত্রকলায় কামরুল হাসান ও উদ্যোক্তা জাহিদ করিম চৌধুরী। অনুষ্ঠানের শেষাংশে ছিলো পুরস্কার বিতরণী পর্ব যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে লিখিত ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল, ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, পাঠকপ্রিয় মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ’র পথ চলা শুরু হয়েছিলো ২০০৮ সালের ১ মার্চ। মানুষের জন্য, মানুষের ভালোবাসায়’ এমন প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এগিয়ে চলা এডুকেশন ওয়াচ ইতোমধ্যেই গণমানুষ বিশেষত: ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com