রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জের গাগুরিয়ায় অহিদ রাঢ়ির ঘেড়ের লক্ষাধিক টাকার সবজি ফসল লুঠপাটের অভিযোগ

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া এলাকায় লিজকৃর্ত ঘেড়ের জমিতে চাষাবাদ করা লক্ষাদিক টাকার সবজি মিষ্টি কুমড়া ফসল প্রকাশ্য দিবালোকে জোড়পূর্বক লুঠপাট করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উক্ত এলাকার মামলাবাজ খ্যাত আব্দুল মোতালেব রাঢ়ি ও তার পরিবারের বিরুদ্ধে। এব্যাপারে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাগুরিয়া এলাকার আননুর জামে মসজিদ সংলগ্ম অহিদ রাঢ়ির মাছ ও ফসলি জমির ঘেড়ে। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন সহ অহিদ রাঢ়ি অভিযোগ করে বলেন ২৩ সালের অক্টোবর মাসে ঢাকায় পিডিবিতে কর্মরত ইঞ্জিনিয়ার সেলিম ও তার নিকটতম আত্বিয় সৌদি মিশনে থাকা র‌্যাব সদস্য বাবুলের কাছ থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য দেড় একর জমি লিজ নিয়ে একটি মাছের ঘেড় সহ ঘেড়ের চারপাশে কৃষি ফসলাদী চাষাবাদ করেন। তারই সৎভাই মামলাবাজখ্যাত মোতালেব রাঢ়ির নেতৃত্বে স্ত্রী,পুত্র,কন্যা,জামাই ও কিছু ভাড়াকরা লোকজন নিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে অহিদ রাঢ়ি ব্যাক্তিগত কাজে বরিশালে থাকার সুযোগে তার অনুপস্তিতে ঘেড়ে লুটপাঠ চালিয়ে জমির চাষাবাদ কড়া ফসল কেটে নিয়ে যায়। এসময় লুঠপাটকারীরা ঘেড়ের খেতে থাকা প্রায় লক্ষাধিক বড় বড় মিষ্টি কুমড়া কেটে নিয়ে যায়। এঘটনা দেখে অহিদ রাঢ়ির স্ত্রী ও বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করা হলে লুঠপাটকারীদের হাতে থাকা দা নিয়ে মোতালেব রাঢ়ি তেড়ে আসলে ভয়তে অহিদ রাঢ়ির লোকজন বাড়ির ভিতর চলে যায়। ঘেড় সংলগ্ম আননুর জামে মসজিদের ইমাম মাওঃ আবুল হাসান বলেন,শুক্রবার সকাল থেকে ১০টার মধ্যে আব্দুল মোতালেব রাঢ়ি ও তার লোকজন নিয়ে এসে ঘেড়ে হামলা চালিয়ে ফসলাদী কেটে নিয়ে যায়। এসময় তারকাছে জানতে চাই কেন অহিদের ঘেড়ের ফসল কেটে নিয়ে যাচ্ছেন তখন মোতালেব বলেন আমার জমির ফসল আমি কেটে নিচ্ছি। উপস্থিত একই এলাকার ইলিয়াস বেপারী বলেন অহিদের যে ঘেড় থেকে লক্ষাধিক টাকার ফসল কেটে নিয়ে গেছে মোতালেব ঐ জমি অহিদ র‌্যাব সদস্য বাবুল ও ইঞ্জিনিয়ার সেলিমের কাছ থেকে লিজ নিয়ে ঘেড় তৈরী করে সেই ফসল কেটে নিয়ে যায় মামলাবাজ মোতালেব সহ তার দলবল। এব্যাপারে উক্ত এলাকার উকিলবাজারে বসে মোতালেব রাঢ়ির সাথে কথা হলে এবং তার কাছে অহিদের ঘেড়ে লুঠপাট করার অভিযোগ উঠেছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি মামলায় রায় পেয়েছি সেই কারনে আমি আমার জমি থেকে সামান্ন কয়টা মিষ্টি কুমড়া কেটে আনছি আমি কোন লুঠপাট করি নাই। তবে আমার লোকজন ঘেড়ের পাশে থাকা আমার জমির ফসল কেটে আনার কথা অকপটে স্বিকার করেন। জানা গেছে পৈত্তিক বিরোধীয় সম্পত্তি নিয়ে আবদুল মোতালেব সৎভাই অহিদ রাঢ়ির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন উক্ত মামলায় বাদী-বিবাদী উভয় পক্ষ যে যার ভোগ দখলীয় জমিতে থাকার কারনে মামলার বিবাদী অহিদ রাঢ়ির বিরুদ্ধে স্থাপিত প্রসিডিং চুরান্ত গেল না এবং উভয়পক্ষদ্বয়কে তাদের নিজ দখলীয় সম্পত্তিতে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে থাকার জন্য আদেশ দিয়ে এবং মামলাটি নিস্পত্তি ও খারিজ করে দেন বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ রফিকুল ইসলাম। আদালতের রায়ে খুশি হতে না পেরে মোতালেব রাঢ়ি জেলা পুলিশ সুপার বরাবর অহিদের বিরুদ্ধে অভিযোগ দিলে থানা পুলিশ তদন্ত করে দেখতে পান অহিদের বিরুদ্ধে মোতালেবের আনিত অভিযোগ মিথ্যা প্রমানিত হলে পুলিশ প্রশাসন মোতালেবকে শাষিয়ে অভিযোগ খারিজ করে দেয়।
অন্যদিকে অহিদ রাঢ়ি নিজ ভোগ দখলীয় পৈত্তিক জমির পাশেই ২৩ সালের অক্টোবর মাসে দেড় একর জমি ৫বছরের লিজ নিয়ে ঘেড় সহ কৃষি ফসলাদী চাষাবাদ করেন। এব্যাপারে অহিদ রাঢ়ি বলেন আমার সেই লিজের ঘেড়ের থাকা মোতালেব দলবল নিয়ে লক্ষাদিক টাকার ফসল কেটে নিয়ে গেছে আদালত বন্ধ থাকায় মামলা করার কার্যক্রম পিছিয়ে পড়ছি আমি ২/১দিনের মধ্যে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি বলে জানান। এব্যাপারে অহিদের আইনজীবী এ্যাড, কাজী মনিরুল ইসলাম বলেন আদালত সাপ্তাহিক ছুটি বন্ধ রয়েছে হয়ত আমরা এব্যাপারে আদালত খোলার পর ফসল লুঠপাটের অভিযোগে একটি মামলা দায়ের করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com