সোমালিয়ান জলদস্যুর হাতে জিম্মি করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের শামসুল হকের ছেলে শাহাদাত হোসেন শাকিলের পরিবারকে দেখতে ছুটে যান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। রবিবার (১৭ মার্চ) দুপুরে শাকিলের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে শান্তনা দেন নেতৃবৃন্দ। এসময় জিম্মি শাকিলের পিতা শামসুল হক ও বড় ভাই আবু বক্করকে স্থানীয় সাংসদ ও বাংলাদেশ সরকারের আন্তরিকতার বিষয়ে জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, যুবলীগ নেতা জহির উদ্দিন, জাবেদ ভুঁইয়া, সাংবাদিক নাছির উদ্দিন সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত (১২ মার্চ) মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী এম ভি আবদুল্লাহ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ। ২৩ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার কাছে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। গত রোববার মোজাম্বিক থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছিল জাহাজটি।