শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

মাধবদীতে গ্যাসের সঞ্চালন লাইনে ছিদ্র, ১৩ ঘন্টা পর গ্যাস সরবরাহ

আল আমিন নরসিংদী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নরসিংদীতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার কারণে মেরামত শেষে ১৩ ঘন্টা পর গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মাধবদী ও নরসিংদী শহরে আবাসিক ও বাণিজ্যক লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এর আগে গত ১৮ মার্চ সোমবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে নরসিংদী শহর ও মাধবদী শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দূর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। তিতাস কর্তৃপক্ষ ও গ্রাহকরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পৌর এলাকার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও রাইন ওকে মার্কেটের মধ্যবর্তী স্থান দড়িপাড়া মহল্লায় পৌরসভার প্রকল্প আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাইপলাইনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইন ছিদ্র হয়ে পড়ে এবং ওই ছিদ্র দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে ও বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পরতে থাকে। এতে রাত সোয়া ১২ টা থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও নরসিংদী পৌর শহরসহ আশেপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ আবাসিক গ্রাহকরা ভোরে রান্না করতে না পারায় সেহরি খাওয়ায় দুর্ভোগে পড়েন। তিতাস গ্যাসের নরসিংদীর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, গতকাল রাতে মাধবদী পৌরসভার প্রকল্প আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাইপলাইনের কাজ করছিলেন শ্রমিকেরা। দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ছিদ্র হওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর ওই ছিদ্র দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে, বাতাসে গ্যাসের গন্ধ ভেসে আসে এবং রাস্তাটি কাঁপতে থাকে। এমন পরিস্থিতিতে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এটি নরসিংদীর গ্যাস সরবরাহের প্রধান লাইন হওয়ায় পুরো জেলার গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন। এরপর রাত থেকেই ঘটনাস্থলে গিয়ে তিতাসের লোকজন জরুরী ভিত্তিতে লাইনের মেরামত শুরু করে পরদিন দুপুর সোয়া ১টার দিকে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করেন।
মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক বলেন, আমাদের অনুমতি না নিয়ে রাতের বেলায় প্রকল্পের ঠিকাদারের শ্রমিকেরা কাজ করছিলেন। তাঁরা মহাসড়কের রাস্তা ড্রিল করতে গিয়ে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের পাইপ ফাটিয়ে দেন। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মাধবদী পৌরশহরসহ জেলাজুড়ে তিতাস গ্যাসের সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com