রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

আল আমিন নরসিংদী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী করা হয়। বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা প্রতিনিধি, স্থানীয় নারী নেতৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও ছাত্র রায়হান সিদ্দিকী আম্মানের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানান। ভবিষ্যতে যাতে বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। এছাড়া হাইকোর্টের রায় অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স সক্রিয় করার জন্য আহ্বান জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি নাজমুন্নাহার আমেনা, সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোখসানা আক্তার, শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক নেতা আনোয়ার হোসেন প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com