মোহাম্মদ শামির আইপিএল খেলা হচ্ছে না, তা অনেক আগেই জানা গিয়েছিল। তবে এই তারকা ক্রিকেটারের জন্যে শেষ পর্যন্ত অপেক্ষা করেছে গুজরাট। তবে সুখবর মেলেনি, এবারের আইপিএলে একটা বলও করা হবে না শামির। ফলে টুর্নামেন্ট শুরুর একদিন আগে বিকল্প খুঁজে নিল দলটি। অথচ গত বছরটা কী দারুণই না কাটিয়েছিলেন শামি। আইপিএল রাঙিয়েছিলেন নজরকাড়া পারফরম্যান্সে। সর্বোচ্চ ২৮ উইকেট শিকার করেছিলেন তিনি। কিন্তু এই বছরের আইপিএলে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। ফলে তার বদলি হিসেবে সন্দ্বীপ ওয়ারিয়রকে দলে নিল গুজরাট টাইটান্স। ৫০ লাখ রুপির বিনিময়ে শেষ মুহূর্তে এসে সন্দ্বীপকে দলভুক্ত করেছে গুজরাট। আইপিএল নিলামে অবিক্রীত থাকলেও শামির চোট কপাল খুলে দিয়েছে তার। এখন দেখার বিষয় সন্দ্বীপ কতখানি পারেন শামির অভাব পূরণ করতে? এর আগে সন্দ্বীপ ওয়ারিয়র কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা মাত্র ২। দেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি তিনি। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে আছে ৬৩ উইকেট।
উল্লেখ্য, রাত পোহালেই ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। তবে গুজরাট তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ মার্চ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।