গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাদল রচিত আমার মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ই মার্চ) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাদল রচিত আমার মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা সহ স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যেক, শিক্ষক মন্ডলী।