নিজের আয়ের শেষ সম্বল ভ্যানটি হারিয়ে নিঃস্ব বৃদ্ধ হান্নান মাদবর(৬০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাদবর কান্দি এলাকার বাসিন্দা মৃত কারী ছামাদ মাদবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাদবর কান্দি এলাকায় বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ছোট একটি ঘরে থাকেন হান্নান মাদবর। তাদের দুই মেয়ে এক ছেলে রয়েছে। পরিবার চালাতে বাধ্য হয়ে একমাত্র সম্বল ভ্যান নিয়ে জাজিরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কাজ করে বেড়ান। দুমুঠো ভাতের আশায় তিনি এই বৃদ্ধ বয়সে কঠোর পরিশ্রম করে ভ্যান চালান। বৃদ্ধ হান্নান মাদবর খবরপত্রকে বলেন, গত (২৮মার্চ) প্রতিদিনের মত কাজ করে বাড়িতে ফেরার পথে মাগরিবের আজান দিয়ে দিলে নামাজ পড়ার জন্য কাজির হাটের দক্ষিন ডুবলদিয়া জামে মসজিদে সামনে ভ্যান রেখে নামাজ শেষে ফিরে এসে দেখি আমার ভ্যানটি নেই। অনেক খোজাখুজির পরেও আমার ভ্যানটি পাই নি। বৃদ্ধ হান্নান মাদবর কান্না করতে করতে আরও বলেন, আমি ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। প্রতি সপ্তাহে ১ হাজার টাকা করে কিস্তি দিতে হয়। মাত্র ১২ টি কিস্তি পরিশোধ করতে পেরেছি। এ সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কারও ক্ষতি করিনি, আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আল্লাহ আমি এখন কী করে খাব? কে আমাকে খাওয়াবে? তুমি ছাড়া আমার ভরসার আর কেউ নেই। সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল জমাদ্দার খবরপত্রকে বলেন, বুধবার সন্ধ্যায় মাগরিব নামাজ পড়তে গেলে মসজিদের সামনে থেকে হঠাৎ হান্নান মাদবরের ভ্যানটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি ভেঙে পড়েছেন, প্রচুর কান্নাকাটি করছেন। আমাদের সাধ্য অনুযায়ী তার জন্য চেষ্টা করছি।