শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

হামাস নেতা ইসমাইল হানিয়ার পুত্র ও নাতির মৃত্যুতে ডাক্তার শফিকুর রহমানের শোক

খবরপত্র অন লাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্র

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্র ও চার নাতির মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান গভীর শোক, বেদনা ও দুঃখ প্রকাশ করেছেন। পবিত্র ইদ উল ফিতরের পূর্বে এই বর্বর হত্যাকান্ড ফিলিস্তিন জনগণ এবং মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিঃসন্দেহে এ ক্ষতি ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং শোকাবহ ঘটনা। আমরা মনে করি ইসরাইলের এ ধরনের সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আন্দোলনকে দমানো যাবে না। তাদের এ হত্যাকান্ড ও হামলা মানবিক নীতির উপর প্রতিষ্ঠিত একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোন আশাকে নিভিয়ে দেয়। আমরা ইসরাইলের এই বর্বরোচিত ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সারা বিশ্বের শান্তিকামী জনগণ, বিশেষ করে মুসলিম বিশ্বকে ইসরাইলের এই আগ্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে সমর্থন ও সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।
আল্লাহ রব্বুল আলামীন তাদের এই শাহাদতকে কবুল করুন এবং তাদেরকে ধৈর্যধারন করে শোককে শক্তিতে পরিণত করে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে সফলতা দান করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com