রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

প্রাণিসম্পদে ভরবো গড়বো স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দিনব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্ধোধন করা হয়। বৃহস্পতিবার (১৮) এপ্রিল সকাল ১১টায় নগরীর নবগ্রাম রোডস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বরিশাল সদর উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বরিশাল ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণিসম্পদ মন্ত্রালয়ের সহযোগীতায় এই প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনীর উদ্ধোধন করা হয়। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বরিশাল উপ-পরিচালক ও উপ-সচিব গৌতম বাড়ৈ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রইম এন্ড অপর্স মেহেদী হাসান, বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড.নুরুল আলম, বরিশাল জেলা প্লোটি ফার্মার ডেইরি এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরব ঘোষ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রদীপ কুমার বিশ^াস। এর পূর্বে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকতা গণ। এসময় প্রধান অতিথি উপ- সচিব গৌতম বাড়ৈ বলেন আমরা কৃষি সম্পদ নির্ভরশীল একটি দেশে উন্নতিশিল অর্জন হলেও প্রাণিসম্পদকে বাদ দিয়ে কোন ভাবেই উন্নয়ন করা সম্ভব হবে না। তিনি বলেন আমরা এখন আর সেই তলাবিহীন ঝুড়ির দেশের মানুষ বলা যাবে না। আমাদের দেশের ঝুড়ির তলা এখন মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ দেশ পরিচালনায় সু-রক্ষিত। এসময় তিনি আরো বলেন আমাদের শুধু প্যান্ট,সাট ও সাজগোছ করেই স্মাট হলে চলবে না। আমাদেরকে স্মাট বাংলাদেশ গড়ার জন্য সকল কাজের জ্ঞান অর্জন করার মাধ্যমে স্মাট বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এর আগে কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করার অনুষ্ঠান প্রধান অতিথি সহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ডেইরি ফার্ম এসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন খামারি উপভোগ করেন। পরে অতিথিরা অংশ গ্রহনকারীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনী মেলায় দেশ-বিদেশের পাখি ও উন্নত জাতের গবাদী প্রাণি,এবং বিভিন্ন মেডিসিন কোম্পাণির ৩৫টি স্টল অংশ গ্রহন করে। বিকালে ২য় অধিবেশনে প্রদর্শনী মেলায় অংশ গ্রহনকারী শেষ্ট স্টল প্রদর্শনীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com