আসন্ন ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন জমাদানের শেষ দিনে অনলাইনে বিকাল ৪টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী ও উত্তরজেলা আওয়ামীলীগ সদস্য বকতেয়ার সাইদ ইরান মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী, নাজিমুদ্দিন সিদ্দিকী ও আনোয়ারুল হক। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও আওয়ামীলীগ নেত্রী শারমিন নুপুর মনোনয়ন দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, রোববার মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন চূড়ান্ত মনোনয়ন দাখিল করেন। আগামি ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।