রবিবার, ১২ মে ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় গাভীর এক সাথে দুই বাচ্চা প্রসব

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ফরিদপুরের আলফাডাঙ্গাতে একটি গাভী এক সাথে দুটি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর কুঠরাকান্দি গ্রামে। একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার শত শত কৌতুহলী মানুষ ওই খামারির বাড়িতে ভিড় করেন। গাভীর মালিক ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের (এলডিডিপি) প্রকল্পের কর্মরত এলএসডি আব্দুস ছামাদ মোল্যা জানান, তার একটি ফ্রিজিয়ান জাতের গাভী গত মঙ্গলবার এক সাথে দুটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি এঁড়ে এবং একটি বকনা বাছুর। বর্তমানে বাচ্চা দুটি ও গাভীটি সুস্থ আছে। তিনি আরও জানান, ৫-৬ মাস আগে তিনি গাভীটি কেনেন। গাভীটি এক সঙ্গে ২টি বাচ্চা প্রসব করায় তিনি বেশ খুশি। ইতোমধ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক সহযোগীতা করেছে। এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন জানান, সচরাচর এমনটি ঘটে না। ওই গাভীর দুটি ডিম্বাণু হওয়ায় ২টি বাছুর প্রসব করেছে। গাভী এবং বাচ্চা ২টি এখন সুস্থ আছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com