বুধবার, ২২ মে ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ বাজারে আসছে নওগাঁর আম ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা! মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার জামালপুরে সভায় বক্তারা কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন গলাচিপা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট তারাকান্দা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করছেন জোবায়ের হোসেন বাগেরহাটে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদগঞ্জে ভোট বর্জনের আহব্বানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল রাইসির জানাজায় মানুষের ঢল

শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবনে অসস্থি নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও রিকশা চালকসহ নি¤œ আয়ের মানুষজন। তাদের অসহনীয় দূর্ভোগের কথা চিন্তা করে শ্রীপুর পৌরসভার উদ্যাগে গতকাল মঙ্গলবার দুপুরে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে প্রায় পাঁচ হাজার নি¤œ আয়ের মানুষের মধ্যে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সড়কে চলাচলকারী জনগণ ও পথচারীগণ পানি ও স্যালাইন পেয়ে অত্যন্ত খুশি। এ ধরনের উদ্যোগের জন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আনিছুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, কাউন্সিলর আজগর আলী বিকম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংকাদিকগণ। পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান বলেন, প্রচন্ড তাপদাহে সড়কে দিনমজুর, রিক্সা চালক ও শ্রমিকসহ নি¤œ আয়ের মানুষজন এই গরমের মধ্যে তারা আয় রোজগারের জন্য কাজ করতে হচ্ছে। আমরা তাদের সহযোগিতায় ঠান্ডা পানি, স্যালাইন নিয়ে পাঁশে দাড়িয়েছি। যতদিন পর্যন্ত এই তাপদাহ থাকবে শ্রীপুর পৌরসভার উদ্যোগে ততদিন পানি ও স্যালাইন দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com