রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুরে সংবাদ সম্মেলন চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কমিটি গঠন বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উলিপুরে ইউড্রেনের দুই পাশের সংযোগ সড়ক হওয়ায় এলাকাবাসী আনন্দিত কালীগঞ্জে সরকারি স্থান থেকে ফুলের হাট স্থানান্তর: বিপাকে প্রতিবন্ধী ইজারাদার পিআইবি,র প্রশিক্ষণ গ্রহণ করলো নগরকান্দা ও সালথার সাংবাদিক বৃন্দ গজারিয়া স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা বরিশালে প্রচন্ড তাপদাহে বাড়ছে তালপাখার চাহিদা

গজারিয়াবাসীর সেবা করাই রুহুল আমিনের লক্ষ্য

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

ঢাকার প্রবেশদ্বার দক্ষিন যাত্রাবাড়ী, মৎস আড়ৎ সংলগ্ন মুসলিম ম্যানশনে (ফ্লাইওভার ব্রীজের যাত্রাবাড়ী পকেট গেইট) গজারিয়ায় কৃতি সন্তান মো: রুহুল আমিন খাঁন প্রতিষ্ঠিত যাত্রীবাড়ী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গজারিয়া বাসী সেবার দ্বার উন্মোচিত হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো: রুহুল আমিন খাঁন গজারিয়া উপজেলার বাঘাইকান্দী গ্রামের আবদুল আজিজ খানের কৃতি সন্তান। তিনি গজারিয়ার আলোকিত সংগঠন এসএসসি ৯২ ব্যাচের গর্বিত সদস্য। জানা যায়, ২০ বেডের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন পিজি হাসপাতালের স্বনাম ধন্য প্রফেসর ডা: শামীম হোসেন খাঁন সন্ধ্যা ৮ টা থেকে নিয়মিত চেম্বার করেন,সেই সাথে জেনারেল সার্জারীসহ কিডনি ও ইউরোলজির সমস্ত অপারেশন গুলো করে থাকেন। এছাড়াও গাইনী, অর্থপেডিক, নিউরো সার্জারী, নাক, কান, গলার সকল অপারেশন গুলো করা হয়।নিয়মিত সকল ধরনের রোগীর কনসালটেনশনসহ চেম্বারে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হয়, সেই সাথে এখানে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা নির্ভুল ভাবে করা হয়। এ বিষয়ে মো: রুহুল আমিন খাঁন বলেন, আমার ইচ্ছে আছে আগামী এক বছরের মধ্যে আইসিইউ এবং এনআইসিউ চালু করার, গজারিয়ার সন্তান হিসেবে এলাকার গরীব অসহায় মানুষের চিকিৎসার জন্য ২টা বেড ফ্রী রেখেছি। গজারিয়ায় কোন মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এটাই আমার লক্ষ্য। গজারিয়া এসএসসি ব্যাচ ৯২ এর ৩২ বছর পরে পূর্ণ মিলনী অনুষ্ঠানে স্পন্সর করেছি, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে যোগযোগ করুন- ০১৭১২২৮৩৭৩৮/০১৭২৬২২৬২২০ নাম্বারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com