শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার:বিএফইউজে ও ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুজনের নিরীহ মানুষ হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা  দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন  অধিকার নেই: মির্জা ফখরুল ছাত্র-জনতার খুনের দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জনরোষ থেকে বাঁচাতে সরকার জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিরোধীদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: মাওলানা এটিএম মা’ছুম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিন্দা:ম্যাথিউ মিলার পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহবান ব্লাকবেঙ্গল জাতের ছাগল মেহেরপুরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস দিনাজপুর হাবিপ্রবিতে সাপ নিয়ে গবেষণায় সফল শিক্ষার্থী কামরুন নাহার কনা

মাইলস্টোন কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহ বুলবুল
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

আনন্দমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। সংবর্ধনার মনোজ্ঞ আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের প্রায় পাঁচশত কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাইলস্টোন কলেজ থেকে সফলভাবে এইচএসসি পাসের পর যেসকল শিক্ষার্থী বুয়েট, মেডিকেল, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বহির্বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে মূলত: এই আয়োজনের মাধ্যমে সেসকল প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। গত ৬ মে, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামাল উদ্দিন সেমিনার হলে অনুষ্ঠি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনটি এক পর্যায়ে রূপ নেয় স্মৃতি জাগানিয়া মিলন মেলায়। কৃতীদের প্রাণবন্ত আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবান্ধব এমএনআরএস ট্রাস্ট’র পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম এবং মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে ছিলো ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নজরকাড়া সাংস্কৃতি অনুষ্ঠান যেখানে একক ও দলগত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com