মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনসুর আহম্মেদ খান জিন্নাহ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কাপ-পিরিচ প্রতীকে নিয়ে জিন্নাহ পেয়েছেন ৪৪ হাজার ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ। তিনি জানান, ভাইস চেয়ারম্যান পদে ৩০ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. সাইফুল ইসলাম মন্টু । তার নিকটতম প্রতিদ্বন্দী মো. জুনায়েত হোসেন মনির পেয়েছেন ২৩ হাজার ৭৭৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোসা. মীনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দী মেহেরুন নেসা উত্তরা পেয়েছেন ২০ হাজার ৭০২ ভোট। প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলায় ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৪৭ হাজার ২৪৬। পুরুষ ভোটার ৭৫৯৪৬ এবং নারী ভোটার ৭১৩০০। এর মধ্যে মোটভোট কেন্দ্র ছিল ৬০টি যার মধ্যে ১৮টি কেন্দ্র ঝুকিপূর্ণ কেন্দ্র ছিল।