শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

খাদ্য ও শস্য পণ্য উৎপাদন বাড়াতে পারলে,দেশের আর্থিক অগ্রগতি বাড়বে-এস এম শাহজাদা এমপি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

গলাচিপায় কৃষি প্রণোদনা খরিপ-১/২৪-২৫ এর আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, ১১৩ পটুয়াখালী ৩ আসনের নির্বাচিত জননেতা আলহাজ্ব এস এম শাহজাদা এমপি। কৃষকদের উদ্দেশ্যে বলেন যে, রপ্তানিযোগ্য খাদ্য শস্য পণ্য উৎপাদন বৃদ্ধি করতে পারলে, বৈদেশিক ডলার আয় সহ দেশের খাদ্যশস্যের ঘাটতি পূরণে বিরাট ভূমিকা রাখবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এমনকি বঙ্গবন্ধু কন্যা নিজেও গণ-ভবন থেকে তার নিজ জন্মভূমিতে কৃষি খামার করে মানুষকে উদ্বুদ্ধ করছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, ওসি তদন্ত মোঃ মোকাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাউসার তালুকদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন। উল্লেখ্য যে চলতি বছর গলাচিপা উপজেলায় ৩ হাজার ৪ শত জন ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে ২০ কেজির রাসায়নিক সার ও ৫ কেজি উফশী আউস ধানের বীজ প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে ব্যাপক কৃষকদের উপস্থিতিতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com