রবিবার, ১৬ জুন ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর প্রতিবাদে বিক্ষোভ

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল বুধবার নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ মিছিল করেছে। শিল্পকলা একাডেমীর সামনে গত মঙ্গলবার রাতে ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ভিআইপি টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলটি নেতাকর্মীদের বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শ্রাবণ একজন কেন্দ্রীয় নেতা। আমাদের সময়ে কোনো কেন্দ্র নেতার গায়ে কেউ হাত দিতেন না। তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের দিকে কেউ তাকাবে না। মার্কিন স্যাংশন দিয়েছে সেদিকে কেউ তাকাবে না। এইটা সরকারের একটি পরিকল্পিত চক্রান্ত। এই জন্যই শ্রাবণের উপর হামলা করা হয়েছে।
মিছিলের তত্ত্বাবধান করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মিছিলে অংশ যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ, সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com