নেত্রকোনায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধে দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মসজিদের ইমাম, ব্যবসায়ী, চাকুরিজীবি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭) মে দুপুর ২ টায় জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই ভবন মিলনায়তনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। নেত্রকোনা সিভিল সার্জন অফিসের ডাঃ মাহফুজুর রহমান জয়ের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জানে আলম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোনায়েম খান, স্বাস্থ্য পরিদর্শক এইচ এম রব্বানী, মোঃ শাজাহান আলম সহ সরকারি বেসরকারি ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে স্ব স্ব অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।