রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার জামালপুর
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪

জামালপুর সদর উপজেলার ৪নং তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ এর নামে আনিত মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তুলশীরচর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তুলশীরচর ইউনিয়ন পরিষদবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তালেব আলী মৃধা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ’র নামে মিথ্যা ভিত্তিহীন দশ দফা অভিযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কিছু উগ্রপন্থী নেতা। তাদের দাবি অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী, গৃহ নির্মাণ কর্মসূচী, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি-ভিজিএফ কর্মসূচী, বিভিন্ন প্রকার ভাতাসহ টিআর-কাবিখা ও কাবিটায় বিভিন্ন প্রকার দূর্নীতি করেছে বর্তমান চেয়ারম্যান। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান এর উপর আনা উপরুক্ত সব অভিযোগ ভিত্তিহীন। মূলত চেয়ারম্যানের সুনাম বিনিষ্ট করার উদ্দেশ্যে ইউনিয়নের সকল দপ্তরের কাছে এসব অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগকারীদের মূল উদ্দেশ্য হলো এসব অভিযোগের প্রেক্ষিতে যাতে বিভিন্ন সরকারী দপ্তর অত্র ইউনিয়নে উন্নয়ণমূলক কর্মকান্ডের বরাদ্দ কমিয়ে দেয়। তিনি বলেন, বর্তমান সময়ে যেকটি প্রকল্প এই ইউনিয়নে চলমান আছে তা সম্পূর্ন স¦চ্ছতার সাথে কাজ করা হচ্ছে এবং কাজের সার্বিক মানোন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে মো. শহীদুল্লাহ বলেন, পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে থাকাকালীন অভিযোগকারীদের নামে বিভিন্ন প্রকল্পের বরাদ্ধ হত। কিন্তু সেসব প্রকল্পের কোন দৃশ্যমান চিহ্ন পর্যন্ত নেই। বর্তমানে তারা ক্ষমতাচুত্য হওয়ায় এবং কোন প্রকার বরাদ্দ না পাওয়ায় আমার প্রতি ইশ^র্নিত হয়ে অভিযোগ গুলো করেছে। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট, যার কোন প্রকার ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে তুলশীরচর ইউপি’র চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম ইয়াজদানী, ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com