শিশু সাহিত্যিক আলতাফ হোসাইন রানা ১৯৭০ সালের ৬ জুন বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ চাদশী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা দলিল উদ্দিন। মাতা আনোয়ারা বেগম। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৮৬ সালে দৈনিক সংগ্রাম পত্রিকায়। প্রথম গ্রন্থ ছড়ায় আল্লাহর দান (ছড়ার বই) প্রকাশিত হয় ১৯৯৬ সালে। এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছন্দে ছন্দে ছড়া (ছড়ার বই), ময়ূরের নাচ (গল্পগ্রন্থ),সিন্ডেরেলা , রাজপুত্র ও জমিদার বাড়ি,করবি শুধু তোমার জন্য (উপন্যাস) প্রভৃতি। তিনি বিকাশ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন সি এন সি সাহিত্য প্রণোদনা পুরস্কার, বাসপ সম্মাননা পুরস্কার, মৃত্তিকা সম্মাননা পদক, কবি কায়কোবাদ সম্মাননা পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। প্রেস বিজ্ঞপ্তি