সুনামগঞ্জের জগন্নাথপুরে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানি বেড়েই চলছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে ও বাড়িঘরে বন্যার পানি উঠেছে। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। যে কারণে পানিবন্ধি মানুষের ভোগান্তি বেড়েছে। বন্যার পানিতে অনেক সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়েগেছে। জানাগেছে, উপজেলার নতুন নতুন এলাকার পানিবন্ধি মানুষ উচুঁ এলাকার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। অনেকে আবার নিজ ঘরে ঝুকি নিয়েও বসবাস করছেন। তবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জগন্নাথপুরে গরীবের বন্ধু, কারানির্যাতিত জননন্দিত জনতার নেতা আশরাফুল হক সুমন জানান, পানিবন্ধি মানুষের ভোগান্তি বেড়েছে। বন্যার পানিতে মানুষ বড় অসহায়, পানিবন্ধি মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি সবার প্রতি আহবান জানান।