শেরপুরের নকলায় ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জনস্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ঈদের বাজারে জননিরাপত্তা নিশ্চিত করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করা, দূর থেকে বাড়ী ফেরা যাত্রীদের নিরাপদে বাড়ীতে পৌঁছতে ও ঈদের ছুটি শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে যেকোন প্রকার হয়রানী বন্ধ করা, আগাম ঈদ জামাতসহ সকল ঈদ জামাতের ও ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করা, বজ্রব্যবস্থাপনা ও থানার সামনে থেকে চামড়ার বাজার স্থানান্তর করা উল্লেখযোগ্য। এছাড়া বক্তারা মুসলিম জাহানের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহাকে সামনে রেখে কোন নিষিদ্ধ সংগঠন বা ছদ্দ নামের কোন সংগঠন যেন কোন প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে নাপারে সেদিকে তীক্ষè নজর রাখার অনুরোধ জানান। তারা বলেন, নকলার মানুষ খুবই শান্তি প্রিয়। তবে এখানেও ছদ্দবেশে অসাধু মানুষ থাকতে পারে, তাই যেকোন প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ বিভাগসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তৎপর রয়েছে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।