রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

ন্যায়বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব

মুজাহিদ
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

হজরত ওমর রা:-এর শাসনামল। একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে এলো তার দরবারে। ওমর রা: তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ?’ তারা বলল, ‘এই বালক আমাদের বাবাকে হত্যা করেছে।’ ওমর রা: বালকটিকে বললেন, ‘তুমি কি সত্যিই তাদের বাবাকে হত্যা করেছ?’ বালকটি বলল, ‘হ্যাঁ, আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত, আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের বাবা একটি পাথর ছুড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে, উটটি খুবই কষ্ট পাচ্ছিল। যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি, পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়।’
ওমর রা: দু’ভাইকে বললেন, ‘তোমরা কি এ বালককে ক্ষমা করবে?’ তারা বলল, ‘না, আমরা তার মৃত্যুদ- চাই।’ ওমর রা: বালকটির কাছে জানতে চাইলেন, ‘তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে?’
বালকটি বলল, ‘আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন।’
ওমর রা: বললেন, ‘আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, এ নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে।’ বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল।
হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবি আবু যর গিফারি রা:, তিনি বললেন, ‘আমি তার জামিন হবো’। চিন্তা করুন জামিন মানে হলো- যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রা:-এর শির-েদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি এলো না, তৃতীয় দিনে দু’ভাই আবু যর গিফারি রা:-এর কাছে গেল।
আবু যর রা: বললেন, ‘আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব।’ মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রা: দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগল। সবাই দেখতে চায় কী ঘটে। আবু যর রা: একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে এলো। লোকেরা সবাই অবাক।
ওমর রা: বললেন, ‘হে বালক তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল?’
বালকটি বলল, ‘আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি।’ ওমর রা: আবু যর রা:-কে বললেন, ‘হে আবু যর তুমি কেন এই বালকের জামিন হলে?’
আবু যর রা: বললেন, ‘আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি।’ এ কথা শুনে দুই ভাই বলল, ‘আমরাও চাই না যে, কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।’ তারপর বালকটি মুক্তি পেল। লেখক : তামিরুল মিল্লাত কামিল মাদরাসা,যাত্রাবাড়ী, ঢাকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com