শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

রাস্তা ও গন্তব্যস্থল একটাই বাংলাদেশের মুক্তি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই- বাংলাদেশের মুক্তি।’ গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমের সাথে একথা বলেন তিনি। এরআগে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরাম, পিপলস পার্টির সাথে যুগপৎ আন্দোলন বিষয়ে বৈঠক করে বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকে বলে আন্দোলন কবে হবে, কর্মসূচি কি হবে? আমি বলতে চাই, আন্দোলন চলমান আছে। ২০ লাখ মানুষের সমাবেশে টিয়ারসেল মেরে, গ্রেনেড মেরে যদি কেউ মনে করে, আন্দোলন শেষ হয়ে গেছে, না। আন্দোলন আরো শক্তিশালী হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে বাড়িতে বসেছিলেন। এ রেজিমের বিরোধিতা করে ভোটকেন্দ্রে না গিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। মিটিং ভন্ডুল করে, জোর করে ক্ষমতা দখল করে, কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না।’ বিএনপির এই নেতা বলেন, চলমান আন্দোলনের গতি বৃদ্ধি করতে আমরা যুগপৎ আন্দোলনে যারা আছি, তাদেরকে নিয়ে বৈঠকে বসেছিলাম। কর্মসূচি প্রণয়নে কি হবে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাওয়া পূরণে আমরা কি করতে পারি। সবাই মিলে, এবং এ আন্দোলনের সফল সমাপ্তি কিভাবে করতে পারি সে বিষয়ে আলোকপাত হয়েছে।’
‘কোনো আন্দোলন শেষ হয় না, সেটি বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আগেই হয়েছি। আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই- বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com