রিশাদ হোসেন। ক্রিকেটের বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছে, তার দুটিতেই অবদান রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করা রিশাদ এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। তিনি বিয়ে করেছেন। তবে এক বছর আগে সিদরাতুল মুনতাহার সঙ্গে বাগদান হয় তার। নতুন খবর হলো, জাতীয় ক্রিকেট দলের এই লেগ স্পিনার তার স্ত্রীকে ঘরে তুলেছেন বৃহস্পতিবার (১১ জুলাই)। এদিন বিকেলে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১১টি গাড়ি বহরসহ স্ত্রীকে নিয়ে প্রবেশ করেন জেলা সদরের টুপামারী ইউনিয়নের শাহপাড়া গ্রামের নিজ বাড়িতে। রিশাদের পারিবারিক সূত্র জানায়, ২০২৩ সালের ১৩ জুলাই নীলফামারীর ইলিয়াস হোসেন প্রামাণিক জুয়েলের মেয়ে সিদরাতুল মুনতাহার সঙ্গে বিয়ে হয় রিশাদের। আর সেটি হয় পারিবারিকভাবেই। বিয়ের কাবিননামায় ১০১ টাকা দেনমোহর ধার্য হয়। ক্রিকেটার রিশাদ ২০২৩ সালের টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পাস করেন। বর্তমানে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন তিনি। রিশাদের এ বিয়ে নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে অনীহা দুই পরিবারের। এমনকি ছবি তোলাতেও ছিল বাধা। রিশাদও বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাননি সাংবাদিকদের সঙ্গে। শুধু বলেছেন, আপনারা সবাই দোয়া করবেন আমার এবং আমার স্ত্রীর জন্য।