সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে: জিএম কাদের

নুর ইসলাম চান, রংপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। সরকার জনগণকে বাধ্য করে বন্দুকের মাধ্যমে অধীনস্থ করে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল বুধবার (৩১ জুলাই) বিকেলে রংপুরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। যে কোনো
পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে মানুষকে দমন করে ক্ষমতায় থাকা ঠিক না। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে থাকতে হয় এবং সরকারের সেই মানসিকতা তৈরি করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। জিএম কাদের আরও বলেন, ছাত্রদের যুক্তিসংগত দাবি আদায়ের আন্দোলনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়। আন্দোলনের সঙ্গে জনগণের নেমে পড়াটা ছিল সরকারের বিরুদ্ধে নিষ্পেষিত মানুষের দীর্ঘদিনের ক্ষোভোর বহিঃপ্রকাশ। এমন আন্দোলন দেশের জনগণকে সঙ্গে নিয়ে দমন করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থন না থাকায় আন্দোলন দমন করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে শক্তি প্রয়োগের পন্থা অবলম্বন করেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি করেছে। যার ফলশ্রুতিতে পথচারী, সাধারণ মানুষ, শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে জীবন হারিয়েছে। দমন নিপীড়নের এমন কর্মকা-ে দেশ-বিদেশে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। রাজনীতিক অস্থিরতা তৈরি করে এখন সরকার দেশের অর্থনীতিকে নি¤েœর দিকে নিয়ে যাচ্ছে।’ চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মামলা প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আগামী দিনের ভবিষ্যৎ দেশের ছাত্র ও যুব সমাজ। এ ছাত্র যুব সমাজকে বর্তমানে মামলায় ঝুলিয়ে দিয়ে গলায় পাথর বেঁধে পঙ্গু করে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। যেটা দেশের ভবিষ্যতের জন্য অশুভকর। রাজনীতিক সমস্যা, রাজনীতি দিয়ে সমাধান হওয়া উচিৎ; মামলা, অস্ত্র বা শক্তি প্রয়োগ করে নয়।’ জামায়াত ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে জাপার চেয়ারম্যান বলেন, ‘আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমি মনে করি, কোনো দলকে প্রশাসনিকভাবে দমন করা ঠিক না। এতে আরও অস্থিরতা বাড়তে পারে।’ এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com