মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

আমার ভাইকে জেলে রেখে হত্যা করেছে আওয়ামী লীগ-ফটিকছড়িতে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে জেলখানায় আটক রেখে মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ। তাঁর অপরাধ ছিল বিএনপির রাজনীতি করতো। এভাবে আওয়ামীলীগ ১৬ বছরের শাসনামলে দেশের বহু মানুষকে হত্যা, গুম, নির্যাতন করেছে। তিনি আরো বলেন, এক সময় ফটিকছড়িতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে বলেছিলাম এ দেশের মানুষকে মুক্ত করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকটি ১৫ আগষ্টের প্রয়োজন। এ বক্তব্যের কারণে আমার বিরুদ্ধে হাসিনার সরকার মামলা দিয়ে জেল কাটিয়রছেন। তবে এ আগষ্টে স্বৈরশাসকের পতন হবে, হাসিনা পালিয়ে যাবে, তা আমি নিজেও কল্পনা করিনি। ১ সেপ্টেম্বর, রবিবার দুপুরে উপজেলা সদর বিবিরহাটের রাজঘাট চত্তরে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসব কথা বলেন। সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিন ও মনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর। বক্তব্য রাখেন উপজেলা, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এর পূর্বে সকালে দক্ষিন ফটিকছড়িতে বেশ কয়েকটি পথ সভা শেষে দুপুরে নাজিরহাট পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাণদা নদীর বেঁড়িবাঁধ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com