শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

বুক সোসাইটির ৪৭তম এজিএম: ৭৫% লভ্যাংশ ঘোষণা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ-এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আ. জ. ম. শামসুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন, পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, পরিচালক হিসাব (চট্টগ্রাম) মোহাম্মদ উল্লাহ, পরিচালক মার্কেটিং (চট্টগ্রাম) মো: ছিদ্দিকুর রহমান, পরিচালক হিসাব (ঢাকা) প্রফেসর এ. টি. এম. ফজলুল হক, পরিচালক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খান, পরিচালক মার্কেটিং (ঢাকা) অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন ও
পরিচালক লিগ্যাল (চট্টগ্রাম) এ. এম. জিয়া হাবীব আহসান অ্যাডভোকেট প্রমুখ। সভায় সোসাইটির ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৭৫% লভ্যাংশ ঘোষণা করা হয়। এ ছাড়াও সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত পরিকল্পনা, একই অর্থবছরের রাজস্ব, মূলধন ও উন্নয়ন বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আয়-ব্যয় হিসাব পেশ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে আ. জ. ম. শামসুল আলম বলেন, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ একমাত্র সমিতি, যে সমিতি জাতির বিবেকের আত্মজিজ্ঞাসা, ইতিহাস-ঐতিহ্যে লালিত শেকড় সন্ধানী আত্মানুসন্ধান, দেশপ্রেম, জ্ঞান আহরণ ও সম্প্রসারণ এবং সুস্থ ও নৈতিকতা সম্পন্ন মন মানসিকতা বিকাশের লক্ষ্যে বই প্রকাশ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বার্ষিক সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ও সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধন-২০০২ ও ২০১৩) এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ -এর ১৮ ধারা অনুসরণ করে সোসাইটির অগ্রগতি ও সম্প্রসারণে মাইলফলক ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে বইয়ের সান্নিধ্যে আনতে হবে এবং পাঠ্যাভাসে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখতে তিনি শেয়ারহোল্ডারসহ সকলকে উদাত্ত আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com