জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম -সেবা মহোদয় এর সাথে জামালপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর বিকেলে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা তিনি তার বক্তব্য বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকদের সঙ্গে কাথে কাথ মিলিয়ে কাজ করে যেতে হবে। বৈশম্য বিরোধী সমাজ গড়তে সাংবাদিক ও পুলিশের ভূমিকা অনিবার্য। তিনি ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মোঃ মাসুদ আনোয়ার। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এপস মোঃ সোহেল মাহমুদ, জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা ডিএসবির ডি আইও-১ রাশেদুল হাসান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাবের সদস্য আলোচিত জামালপুর পএিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম রেজনু, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মুক্ত আলো পএিকায় প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বজলুর রহমান, মোস্তফা মনজু, তৌহিদুল ইসলাম শরীফ, মেহেদী হাছান, জাকারিয়া জাহাঙ্গীর, নীরব, দিলরুবা ইয়াসিন রুমা, দৈনিক নবচেতনা ও দি ডেইলি ইভিনিং নিউজ, দি ডেইলি টাইমস অব বাংলাদেশ পএিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।