‘পৌর করে চলছে উন্নয়নের চাকা, সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন পৌরসভার বকেয়া কর আদায়ের লক্ষ্যে ৪দিন ব্যাপী পৌর করমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে লালমোহন পৌরসভার আয়োজনে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এই করমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ। তাঁর পরিকল্পনায় এই প্রথমবারের মতো পৌরসভার বকেয়া কর আদায়ে এমন উদ্যোগ নেয়া হয়েছে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ জানান, মেলায় বকেয়া কর পরিশোধ করলে শতকরা ১৫ শতাংশ ছাড় পাবেন নাগরিকরা। একইসঙ্গে মেলায় থাকবে ফ্রি লাকি কুপনের ব্যবস্থা। এর মধ্যে বিজয়ী মেলায় অংশ নেয়া ৭জনকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হবে। তবে মেলার এই ৪ দিনেও যারা কর পরিশোধ না করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করমেলার উদ্বোধনকালে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুদ্দৌলা নোয়াব, প্রধান কর আদায়কারী ফারুকুল ইসলাম খোকন এবং পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফসার উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।