বৈশ্বিক মহামারি আকার ধারণ করা নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় যখন ব্যস্ত বাংলাদেশ, ঠিক এমন পরিস্থিতিতেও থেমে নেই এডিস মশার আক্রমণ। বুধবার (৮ এপ্রিল) রাতের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় এই মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় জন। সব মিলিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরের ৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
শুধু তাই নয়, স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগী সংখ্যা প্রায় চার গুণ। বুধবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।
ডা. আয়শা আক্তার বলেন, এ বছর এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮০ জন রোগী। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২১৭ জন ও বিভিন্ন বিভাগীয় শহরে ৬৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ডা. আয়েশা জানান, ঢাকা বিভাগের বিভিন্ন শহরে ৩০ জন, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ১০ জন করে রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে তিন জন ও রাজশাহী বিভাগে একজন চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে যে ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের তথ্য জানিয়ে ডা. আয়েশা বলেন, বর্তমানে ঢাকা শিশু হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে সাত জন ও একটি বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র