পাবনায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) পাবনা এ্যাডওয়ার্ড কলেজ মাঠ থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপি’র কার্যালয় গোপালপুর লাহেড়ী পাড়ায় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র চোরপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি মামুনুর রশিদ মামুন খান, রাজশাহী বিভাগিয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, জেলা কৃষক দলের সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, যুগ্ন সম্পাদক আহসানুল হক মুন্না, সাংগফনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সনসহ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশের কৃষিতে যে অর্জন তা মুলত এসেছে বিএনপির সরকারের হাত ধরে। দেশের কৃষি আজ স্বনির্ভর ও স্বয়ংসম্পুর্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে খাল কাটা কমসূচি সহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কারনে বাংলার ভঙ্গুর কৃষি ব্যবস্থায় বিপ্লবী উন্নয়ন হয়। কৃষিতে আধুনিকতার ছোয়া লাগে। তলাবিহীন ঝুড়ির অর্থনীতির অপবাদ থেকে মুক্ত হয় বাংলাদেশ। দেশের অর্থনীতি এক নতুন দিগন্তের সুচনা করে। দুর্ভিক্ষের যুগ শেষ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বাংলাদেশ। জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে পাবনা জেলা কৃষকদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষন দেয়াকালে তিনি এ কথাগুলো বলেন। সমাবেশ পরিচালনা করেন কৃষক দলের জেলা শাখার সাধারন সম্পাদক আসিফুজ্জামান আসিফ।