সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

তরুণ প্রজন্মের পেশাগত উন্নয়নে এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনে যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক অংশ নিয়েছে এআইইউবি জব ফেয়ার ২০২৪- এ। ২১ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ মেলাটি তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠে।
এআইইউবি বোর্ড অফ ট্রাস্টি এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোছাঃ নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনাধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এই মেলায় আাইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স এন্ড লজিস্টিকস জনাব কে এ আর এম মোস্তফা কামাল। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রির্সোস প্লানিং জনাব শেখ মনজুরুল হক-এর নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সর্ম্পকে সম্যক ধারণা প্রদান করেন। স্টলে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সর্ম্পকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৪০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের সাথে কাজ করে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com