বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

প্রথমবার সিনেমায় হোমারের ‘দ্য ওডিসি’, নির্মাতা নোলান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

প্রাচীন গ্রিক কবি হোমারের লেখা একটি ঐতিহাসিক ও মহাকাব্যিক কবিতা ‘দ্য ওডিসি’। প্রায় ৮ম শতকে রচিত এই কবিতাটি ইলিয়াডের পরবর্তী কাহিনিকে বর্ণনা করেছে। এটি গ্রীক মিথলজির অন্যতম গুরুত্বপূর্ণ এক সৃষ্টি। ‘দ্য ওডিসি’ মূলত ওডিসিয়াসের গল্প, যিনি ট্রোজান যুদ্ধের পর ঘরে ফিরতে দশ বছর সময় ব্যয় করেন। বিভিন্ন বিপদ ও কল্পিত প্রাণিদের সম্মুখীন হন এবং তার স্ত্রী পেনেলোপির সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য সংগ্রাম করেন।
সেই গল্প এবার সিনেমার পর্দায় তুলে আনবেন হলিউডের বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান। এটি হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা। যেটি নিয়ে এরইমধ্যে আলোচনা তুঙ্গে। অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছিল, নোলান তার বিখ্যাত সিনেমা ‘ওপেনহাইমার’র পর নতুন ছবি বানাবেন। এতে ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, অ্যান হাথওয়ে, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করবেন বলেও জানা যায়। অবশেষে ইউনিভার্সাল পিকচার্স আনুষ্ঠানিকভাবে নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ সিনেমার নাম ঘোষণা করেছে।
ইউনিভার্সাল পিকচার্স তাদের এক্স/টুইটার পেজে পোস্ট করে জানায়, ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমা ‘দ্য ওডিসি’ একটি অ্যাকশনধর্মী ও রোমাঞ্চে ভরপুর সিনেমা হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে। নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে ছবিটি।
পোস্টে আরও বলা হয়, এই ছবিটি প্রথমবারের মতো হোমারের মৌলিক কাহিনিকে আইম্যাক্স ফিল্ম স্ক্রিণে নিয়ে আসবে। এর আগে ওডিসি নিয়ে অনেক থিয়েটার ড্রামা, টিভি সিরিজ ও এটির ছায়া অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে। সেদিক থেকে এটাই হতে যাচ্ছে ওডিসি নিয়ে সরাসরি গল্পের প্রথম সিনেমা। এখন পর্যন্ত ছবির কোনো চরিত্রের পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে ‘ওপেনহাইমার’ ছবিতে নোলানের সঙ্গে কাজ করা ম্যাট ডেমনকে প্রথম শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেটাকে ওডিসিয়াসের চরিত্রের জন্য আভাস বলে মনে করছে হলিউড রিপোর্টার। ‘দ্য ওডিসি’ সিনেমাটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com