বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ আনিসুর রহমান কে সভাপতি ও মোঃ আল-আমিন মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শনিবার বিকেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সলঙ্গা থানা মাঠে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল-আমিন মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারন সম্পাদক সোলায়মান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ড. আব্দুস সামাদ,সলঙ্গা থানা শাখার নবনির্বাচিত আমির রাশেদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তারসহ থানার সকল ইউনিয়ন থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দলীয় নেতাকর্মী।