বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
দারুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৫তম সভা বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন আমানসিম সাওতুল কোরআন সিজন ১০, এ ঢাকায় ইয়েস কার্ড পেলো ২০ কিশোর ক্বারী নববর্ষ উদযাপন: রাজধানীতে শিশুসহ দগ্ধ ৫, নাটোরে কিশোরের মৃত্যু সাবেক মন্ত্রী কামরুল চার দিনের রিমান্ডে সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ঋণ পেল ৩ ব্যাংক পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান ড. ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট : প্রধান উপদেষ্টার প্রেস উইং ইকামতে সালাত ও মসজিদ কমিটি

আ’লীগের দোসর প্যানেল চেয়ারম্যান নিলুফার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

দিনাজপুরের হাকিমপুরে ফ্যাসিট আলীগের দোসর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং ৩নং আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইসলামকে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় প্যানেল চেয়ারম্যান নিলুফা ইসলামের অবাঞ্ছিত ঘোষণা ও অপসারণের দাবীতে ইউনিয়নবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে এলাকার সব বয়সের নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। জানা যায়, আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ছিলেন নিলুফা ইয়াসমিন। গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পলাতক থাকায় পরবর্তীতে পরিষদের কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সকল ইউপি সদস্যর রেজুলেশনের সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক গত ১৯ নভেম্বর পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান আল-ইমরানকে দ্বায়িত্ব দেন। পরে জেলা প্রশাসক এর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয় নিলুফা ইসলাম। আদালত নিলুফা ইসলামের পক্ষে রায় দেয়। নিলুফা ইসলাম আলিহাট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। আওয়ামী সরকার থাকাকালীন বিভিন্ন অনিয়ম দূর্নীতি অভিযোগে এলাকাবাসী আলীগের দোসর প্যনেল চেয়ারম্যান নিলুফা ইসলামকে পরিষদে বসতে দিবে না মর্মে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বাবুল হোসেন, বুলু মিয়া, রুহুল আমিন ও আমেনা বেগম, তারা বলেন, ফ্যাসিস্ট আলীগের দোসর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইসলামকে আর দেখতে চাই না। আমরা তার অনতিবিলম্বে অপসারণ চাই এবং অবাঞ্ছিত ঘোষণা করছি। তারা আরও বলেন, ইতিপূর্বে নিলুফা ইসলামকে ইউপি সদস্য থাকাকালীন বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে দুই বার সাসপেন্স হয়েছেন। এমন দূর্নীতিবাজ আলীগের দোষর কে দেখতে চাই না। আমরা প্যানেল চেয়ারম্যান হিসেবে আল ইমরানকে চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com