দারুল ইসলাম ট্রাস্ট, ৫০৫ বড় মগবাজার, ঢাকার উদ্যোগে হাতিরঝিল এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় দারুল ইসলাম ট্রাস্ট কার্যালয়ে ট্রাস্টিবোর্ডের সেক্রেটারী মোঃ আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মোঃ মোবারক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন দারুল ইসলাম ট্রাস্টের অফিস সেক্রেটারী কাম হিসাবরক্ষক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। উল্লেখ্য যে, দারুল ইসলাম ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এ বছরও দরিদ্র ও সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে।