বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
দারুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৫তম সভা বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন আমানসিম সাওতুল কোরআন সিজন ১০, এ ঢাকায় ইয়েস কার্ড পেলো ২০ কিশোর ক্বারী নববর্ষ উদযাপন: রাজধানীতে শিশুসহ দগ্ধ ৫, নাটোরে কিশোরের মৃত্যু সাবেক মন্ত্রী কামরুল চার দিনের রিমান্ডে সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ঋণ পেল ৩ ব্যাংক পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান ড. ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট : প্রধান উপদেষ্টার প্রেস উইং ইকামতে সালাত ও মসজিদ কমিটি

চকরিয়ায় বনভূমিতে নওফেল-লিটনের বিদেশি ব্রান্ডের নকল সিগারেট কারখানা

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

চকরিয়া উপজেলার হারবাং কোরবানিয়া ঘোনায় ১০ একর বনভুমি জবরদখল করে বিদেশী ব্র্যান্ডের নকল সিগারেটে নকল ব্র্যান্ড রোল লাগিয়ে বিক্রির ব্যবসার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জড়িত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার ক্যাডার বাহিনী প্রধান লিটন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বরাবর প্রেরিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এনবিআরের প্রতিবেদন বলছেনকল সিগারেট তৈরি এবং ব্যান্ডরোল তৈরির সঙ্গে জড়িত ২০টি প্রতিষ্ঠানের মধ্যে বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো অন্যতম বৃহৎ। নথিপত্রে দেখা যাচ্ছে, বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো নামের ওই কোম্পানিটির কারখানাটি তৈরী করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধিনস্থ ১০ একর বনভুমি দখল করে। দখলবাজ অংশীদারদের একজন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং অন্যজন তার বাহিনী প্রধান লিটন কমিশনার। এ দুই প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণায় কাঁচামাল আমদানি করে এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের চকোরিয়ার কারখানায় নকল সিগারেট তৈরি করে। পরে নকল সিগারেট দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের তামাক ব্যবসায় বিনিয়োগ রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের। এ ব্যবসার আয়ের একটি অংশ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসেবে জমা দেয়া হতো। নওফেল এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। নাম প্রকাশ না করা শর্তে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের প্রতিবেদন এনবিআর এ জমা দেয়া হয়েছে।
পরবর্তী পদক্ষেপ এনবিআর’ই গ্রহণ করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো নকল সিগারেট তৈরি এবং নকল ‘ব্যান্ড রোল’ লাগিয়ে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরির হোতা। জানা গেছে, বিজয় ইন্টারন্যাশনাল কোম্পানির ৪০ শতাংশ শেয়ারের মালিকানা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো প্রতিষ্ঠার পর থেকে কমপক্ষে ১০ হাজার টন সিগারেট তৈরির কাঁচামাল সংগ্রহ করেছে সিগারেটের কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। যা দিয়ে ৫ কোটি সিগারেটের শলাকা তৈরি সম্ভব। এখানে সরকার ভ্যাট ও সম্পূরক শুল্ক ও অন্যান্য খাত বাবদ রাজস্ব হারিয়েছে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com