মাননীয় উপদেষ্টা মহোদয়ঃ নববর্ষের শুভেচ্ছা ও সালাম নিবেন। আশাকরি ভালো আছেন। দোয়াকরি চিরসুখি হউন। সমাচার, সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করার উদ্যোগ গ্রহন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সেই সাথে বিনয়ের সংগে আকুল আবেদন, মহার্ঘ ভাতা যেন সর্বজনীন ও বৈষম্যহীন হয়। প্রথম শ্রেণির কর্মচারি কিংবা চতুর্থ শ্রেনির কর্মচারি অথবা গ্রেড বিভাজন না করে সকল পর্যায়ের কর্মচারীগন কে যেন একই (সম-পরিমাণ) মহার্ঘ ভাতা প্রদাণ করা হয় সে জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সব শ্রেণি পেশার মানুষকে বিপর্যস্ত করেছে। সকল পর্যায়ের কর্মচারীরাই বাজার থেকে সমমূল্যে জিনিসপত্র ক্রয় করে থাকেন। দোকানী (বিক্রেতা) কখনও জানতে চান না ক্রেতা প্রথম শ্রেনির কর্মচারি নাকি চর্তুথ শ্রেনির কর্মচারি। যেহেতু জিনিস পত্রের দাম সবার ক্ষেত্রে সমভাবে বেড়েছে, সেহেতু রাষ্ট্রের সকল পর্যাযের কর্মচারীদের একই (সম-পরিমান) মহার্ঘ ভাতা প্রদানের জন্য আবেদন করছি। সেই সাথে আরও নিবেদন করছি,“মহার্ঘ ভাতা” বৃদ্বির সাথে পাল্লা দিয়ে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়। বাজার মূল্য নিয়ন্ত্রনে না থাকলে, “যেই লাউ সেই কদুই” হবে। সকল উদ্যোগ ও প্রচেষ্টা ব্যর্থ হবে। সূতরাং বিনয়ের সঙ্গে আবেদন করছি যেন বাজারমূল্য নিয়ন্ত্রনসহ, মহার্ঘ ভাতা সর্বজনীন ও বৈষম্যহীন হয়। পরিশেষে আপনার সুস¦াস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
লেখকঃ শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী
nayeemhomeopharmacy@gmail.com