দীর্ঘ ১৭বছর পরে পটুয়াখালীতে পালিত হয়েছে জাঁকজমকপূর্ণ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ শোভাযাত্রা বুধবার বিকাল ৩টায় পটুয়াখালী জেলা প্রশাসক স্কয়ার (ডিসি) মাঠ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালন করা হয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও উদ্ভোধক ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। ছাত্রদলের পতিষ্ঠাবার্ষিকীতে শান্তির প্রতিক পায়রা ও বেলুন ফ্যাস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, দলের নেতাকর্মীরা এবং সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও র?্যালি বেরহয়। র?্যালিটি ডিসি স্কয়ার থেকে শুরু হয়ে সার্কিট হাউজের সামনে থেকে সদর রোড হয়ে বাননীতে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতা দেলোয়ার হোসেন খান নান্নু, ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল আলী খান দুলাল, পটুয়াখালী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মজিবুর রহমান টোটন, মো. ফারুক হোসেন, মো. মিজানুর রহমান, সাবেক ছাত্রদলের সভাপতি মো. বশির আহম্মেদ মৃধা, মো. খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক এজিএস মো. আলমগীর হোসেন বাচ্চু, মো. ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজি মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক এড. হুমায়ূন কবির, সাবেক ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সাবেক ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা মৎস্যজীবিদলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবু, সাধারণ সম্পাদক মনির মাহমুদ, মহিলা দলের সভাপতি আফরোজা সিমা, সাধারণ সম্পাদক ফারজানা রুমা এবং সেখানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এছাড়াও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে একত্রিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেন পৌর শহর। ছাত্রদলের র্যালি ও শোভাযাত্রায় পটুয়াখালী জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।