নওগাঁর বদলগাছীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে তারুণ্যের উৎসব -২০২৫” বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারী বুধবার সকাল ১০ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল প্রাঙ্গণে এই তারুণ্যের উৎসব -২০২৫” বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। তিনি নতুন বর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। এইসময় বদলগাছী মডেল সরকারি পাইলট হাইস্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বেশ হাসিখুশি হয়ে উৎসবে মেতে ওঠেন।