শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

শেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহিদুল খান সৌরভ শেরপুর
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

শেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) দুপুর ১ টায় জেলা ছাত্রদলের আয়োজনে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো.নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শারদুল ইসলাম মুরাদ,যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম হোসাইন, আজিজুর রহমানসহ জেলার ৫ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতনের পরও তারা বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তাই দলীয় সকল কর্মসূচিতে দেশের স্বার্থে রাজপথে থাকার আহ্বান জানান নেতৃবুন্দ। উল্লেখ্যে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com